শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেনাপোল কাস্টম হাউসের গোপন কক্ষে চুরি

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:৫০

বেনাপোল কাস্টম হাউসের গোপনীয় কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় খুলনার সিআইডি টিমসহ কয়েকটি গোয়েন্দা টিম সোমবার সন্ধ্যা থেকে তদন্ত কাজ শুরু করেছে। এদিকে এ ঘটনায় কাস্টম হাউসের একজন সহকারী কর্মকর্তা ও চারজন গার্ডকে বরখাস্ত করা হয়েছে। 

খুলনা সিআইডির এডিশনাল এএসপি তহিদুল ইসলাম জানান, তদন্ত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সঠিক কোন তথ্য দেওয়া সম্ভব নয়।

চুরির সময় কক্ষের সিসি ক্যামেরার সমস্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। তবে কখন কিভাবে এ চুরি সংঘটিত হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কাজে নিয়োজিতরা।

দন্ত কাজে নিয়োজিত পুলিশের এক কর্মকর্তা জানান, ভোল্টে রক্ষিত যে পরিমাণ স্বর্ণ ও স্বর্ণের গহনা ছিল প্রাথমিকভাবে তদন্তে তা কম পাওয়া যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কাজ চলছিল। চুরির ঘটনায় বেনাপোল পোর্ট থানায় সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। 

ইত্তেফাক/জেডএইচ