শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পারিবারিক কলহের জেরে বড় ভাইকে গলাকেটে হত্যা

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৩:৩৮

জেলার ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সোমবার রাত সাড়ে ৯টায় খাজামুদ্দিন নামে বড় ভাইকে গলাকেটে হত্যা করেছে ছোট সৎ ভাই সাদ্দাম হোসেন। গ্রামবাসী সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সোমবার রাত সাড়ে ৯টায় সাদ্দাম হোসেন বড় ভাই খাজামুদ্দিনের বাড়ি আসেন। সেখানে উভয়ের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে সাদ্দাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে গলা কেটে হত্যা করে। এ সময় তাকে বাঁচানোর জন্য গৃহপরিচালক মন্তাজ আলী এগিয়ে আসলে সেও ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

সাদ্দাম হোসেন খুনের পর পালানোর চেষ্টা করলে গ্রামবাসী আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাদ্দামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়। খাজামুদ্দিন ও সাদ্দাম স্থানীয় দাশড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

ইত্তেফাক/আরকেজি