বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওসমানী মেডিকেলে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৭

সিলেটের কৃষক হাফিজ মিয়ার পুরুষাঙ্গ সফলভাবে প্রতিস্থাপন করেছে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে তার পুরুষাঙ্গ জোড়া লাগানো হয়।

জানা যায়, ধান ভাঙার সময় দুর্ঘটনার শিকার হন সিলেটের কৃষক হাফিজ মিয়া। চলন্ত মেশিনে আটকে ছিঁড়ে যায় তার পুরুষাঙ্গ। তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। 

তার অস্ত্রোপচার করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান। সহকারী হিসেবে তার সঙ্গে ছিলেন প্লাস্টিক সার্জারি, সার্জারি ও ইউরোলজি বিভাগের অন্যান্য চিকিৎসক ডা. পল্লব, পম্পি, এহসান, সুমিত, আশরাফ, মামুন। অ্যানেস্থেশিয়ায় ছিলেন ডা. শরীফ ও তার দল।

ইত্তেফাক/আরকেজি