শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৬:২৫

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা (৪৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। রবিবার দিবাগত (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা ওই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। 

নিহত বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বুলবুলের আঘাতে উপড়ে গেছে সুন্দরবনের সাড়ে চার হাজার গাছ

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


ইত্তেফাক/এএএম