বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নন্দীগ্রামে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০২:১৮

বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ছোট ছোট দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ফুটপাতের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান চলবে। 

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান শুরু হয়। এসময় তিনটি ফলের দোকান,একটি চায়ের দোকান ও চারটি পানের দোকান উচ্ছেদ করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এর আগেও দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু আবারও কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে দোকান বসায়। ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হতো। সড়কের দু'পাশে ছোট ছোট দোকান বসানোর কারণে যানজটসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই ফুটপাত দখলমুক্ত করার দাবি জানায় স্থানীয়রা।  

আরও পড়ুন: তিন বাহিনীর প্রধানের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

এদিকে উচ্ছেদকৃত দোকান মালিকরা সময় না দেয়ার অভিযোগ তুললেও প্রশাসন বলছে, তাদের দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।

ইত্তেফাক/এসএইচএম