বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঠবাড়িয়ায় ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৭তম বিজয় দিবস উপলক্ষে ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল-সবুজ পতাকা নিয়ে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসন ভবনের সমানে থেকে ওই পতাকা নিয়ে শোভাযাত্রা শুরু হয়। পরে মিরুখালী ইউনিয়ন বন্দরে প্রায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরে প্রবেশ করে।

এ বিষয়ে লাল সবুজের বিজয় শোভাযাত্রার উদ্যোক্তা মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান বলেন, জাতীয় পতাকা আমাদের শক্তি ও স্বাধীনতার পতাকা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট ১০০০ ফুট এ প্রতীকী পতাকা নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী মিলে প্রায় নয় কিলোমিটার পথ এ পতাকা নিয়ে আমরা পরিভ্রমণ করেছি। পথে গ্রামবাসী এ বিজয় শোভাযাত্রাকে স্বাগত জানিয়েছেন। বিজয় দিবসে এমন একটি শোভাযাত্রা করতে পেরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সকলেই আনন্দিত।

আরো পড়ুন: প্রচারণায় হামলা, লতিফ সিদ্দিকীর অবস্থান ধর্মঘট

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, ১০০০ ফুট দৈর্ঘ্যরে পতাকায় বিজয় শোভাযাত্রা একটি প্রশসংনীয় উদ্যোগ। 

ইত্তেফাক/বিএএফ