শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবালয়ে মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ রাস্তার নিকট স্থাপিত মাছ-মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা হেক্সা গ্রুপের ‘মেগা ফিড’ কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, মেগা ফিড কারখানায় অভিযানকালে মাছ-মুরগীর খাদ্য প্রস্তুতের জন্য ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ আটা ও প্রস্তুতকৃত খাদ্যের প্রতি বস্তায় ওজনে কারচুপির অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬, ৫১ ও ৫৩ ধারায় অবহেলা, দায়িত্বহীনতা ও অসর্তকতার দ্বারা সেবা গ্রহীতার অর্থ স্বাস্থ্য ও জীবনহানি ঘটানোর অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে জব্দকৃত ফ্রেস কোম্পানির মেয়াদ উত্তীর্ণ ১০০ মণ আটা ধ্বংস করা হয়। এছাড়াও অভিযানে রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: পুলিশের উপর হামলা, জেলা ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহারিয়ার অভিযানের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

ইত্তেফাক/বিএএফ