শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাঙ্গাবালীতে অজগর সাপ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৩:৪৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার রাতে সেই সাপটিকে গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়।

বন বিভাগ সূত্র জানায়, বুধবার বিকেলে চরকাশেম গ্রামের লোকালয়ে একটি গাছে প্রায় ১০-১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কর্মীরা। পরে সন্ধ্যায় রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সাপটি হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯ টায় মাদারবুনিয়া ক্যাম্পের আওতাধীন গহিনখালী সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করে দেওয়া হয়।

আরো পড়ুন: পেঁয়াজ সংকটের জন্য ভারত দায়ী :বাণিজ্যমন্ত্রী

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অজগর সাপটি উদ্ধার করে তাৎক্ষণিক সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।  

ইত্তেফাক/এমআরএম