শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগামী বছরেই ভাঙ্গা অঞ্চল শতভাগ বিদ্যুতায়িত হবে: নিক্সন চৌধুরী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪

আগামী বছরের শুরু দিকেই ভাঙ্গা অঞ্চল শতভাগ বিদ্যুতায়িত হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, ‘২০১৪ সালে আপনারা আমাকে ভোট দিয়ে প্রথমবারের মতো যখন এমপি নির্বাচন করেছিলেন তখন ভাঙ্গায় মাত্র ৩২ ভাগ এলাকা বিদ্যুতায়িত ছিল। ২০১৯ সালেও আপনার আমাকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করেন। তার আগেই আমি ভাঙ্গা অঞ্চলকে ৯২ ভাগ বিদ্যুতায়িত করতে সক্ষম হয়েছি।’

মঙ্গলবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দুটি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ।তার হাতকে শক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই কয়েকমাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়িত এলাকা হিসেবে ভাঙ্গাবাসী গর্ববোধ করতে পারবেন।’

এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, ’আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের দুইবারের পরাজিত এমপি প্রার্থী কাজী জাফরউল্লাহ সম্প্রতি আওয়ামী লীগের কমিটির করার নামে নেতা-কর্মীদের সঙ্গে ছলনা করছেন। তিনি আওয়ামী লীগকে দুর্বল করে প্রস্তুতি সম্মেলন নামে একটি মনগড়া নাম দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলেছেন।’

আরও পড়ুন: নাশকতাসহ ৯ মামলার পলাতক আসামি শিবির নেতা গ্রেপ্তার

তিনি বলেন, ’আওয়ামী লীগ এমনই একটি দল, যে দলের সম্মেলন করতে প্রস্তুতি সম্মেলন করতে হয় না। জনগণের আস্থা নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে।’

আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাওছার ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি ও আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল প্রমুখ।

ইত্তেফাক/এএএম