শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সার বোঝাই ট্রাক ভ্যানের ওপর, নিহত ২

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে সার বোঝাই ট্রাক উল্টে যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে ২ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ভ্যানের উপরে থাকা অন্যান্যরা লাফিয়ে প্রাণে রক্ষা পান। 

নিহতরা হলো, উপজেলার পিরোজুর গ্রামের আসলাম হোসেন (৪৮) ও ওই গ্রামের ভাগ্নে তুহিন (২৪)। তুহিন ওই গ্রামে মামা বাড়িতে থেকে লেখাপড়া করত। সম্প্রতি একটি কোম্পানিতে চাকরি হওয়ার পর সে মামা বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

আরও পড়ুুন: সেনাপ্রধান মিয়ানমার যাচ্ছেন রবিবার

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সার বোঝাই ট্রাক কালীগঞ্জে আসছিল। ট্রাকটি কড়ইতলা নামক স্থানে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে আসলাম ও তুহিন আহত হন। গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তবে এখনও ট্রাকের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

কালীগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার কাজ করছেন। 

ইত্তেফাক/এএএম