মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেমিক্যাল দিয়ে টমেটো পাকানোর দায়ে ৩ কৃষকের কারাদণ্ড

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

গোদাগাড়ীতে কেমিক্যাল দিয়ে টমেটো পাকানোর দায়ে তিন কৃষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে সোমবার দুপুরে রাজাবাড়ী, বিজয়নগর মাঠে অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বিজয়নগর এলাকার মৃত মেরাজ উদ্দীনের ছেলে ওয়াজনবী (৫৮) ও তার ভাই রফিকুল ইসলাম (৪০) এবং পবা উপজেলার হরিপুর এলাকার ওমর আলীর ছেলে আকতারুজ্জামান (৩৮)। তাদের কৃষককে ৭ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরণের মেডিসিন দিয়ে টমেটোসহ অন্যান্য ফল পাকানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোন সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন ভোক্তাদের সংরক্ষণে সর্বদা কাজ করবে। এতে উপজেলাবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

ইত্তেফাক/আরকেজি