ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গুগল ম্যাপ
ইত্তেফাক রিপোর্ট১৪:১৪, ১৩ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় শাহীন আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলবাড়ীয়া এলাকার মো. নজরুল সরকারের ছেলে।
জানা গেছে, তিনি মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাহীন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম