শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই আওয়ামী লীগ নেতার বিরোধে মুন্সীগঞ্জে ককটেলের বৃষ্টি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:০৮

দুইজন আওয়ামী লীগে নেতার বিরোধে মুন্সীগঞ্জে উপর্যুপরি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শনিবার ভোরে সদর উপজেলার সোলারচর গ্রামে বৃষ্টির মতো এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে আধারা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সুরুজ মিয়া ও আধারা ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের মধ্যে বিরোধকে কেন্দ্র এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা মন্দিরে আগুন প্রতিমা ভাঙচুর

আলী হোসেনের অভিযোগ- সুরুজ মেম্বার মোল্লাকান্দি ইউপির শনিবার ভোরে অতর্কিত আমাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে সুরুজ মেম্বারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, এখনও কেউ মামলা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

ইত্তেফাক/এসি