শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুনারুঘাটে সাহিত্য সংস্কৃতিক পরিষদের ৫দিন ব্যাপী উৎসব

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২০:০০

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে দেশের বৃহত্তম সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ।  মঙ্গলবার দুপুরে স্থানীয় ডিসিপি হাইস্কুল মাঠে ৫দিন ব্যাপী (১৭ থেকে ২১ ডিসেম্বর) এই উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্টিতব্য উক্ত উৎসবে বেসামরিক বিমান ও পযটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপিসহ দেশ বিদেশের সাংস্কৃতিক অজ্ঞনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ২০৩০ সাল নাগাদ কর্মসংস্থানের অভাব থাকবে না: অর্থমন্ত্রী

এছাড়া উৎসবে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কবি ও লেখক, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ভারতের আসাম রাজ্যের ব্যতিক্রম সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি ড. সোমেন ভারতীয়া, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, নিউ এইজের সম্পাদক নূরুল কবীর, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান এমপি, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, অভিনেতা আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, কণ্ঠশিল্পী কনকচাপা প্রমুখ।


ইত্তেফাক/নূহু