শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মনপুরা কোস্টগার্ডের অভিযানে ২০ মন জাটকা জব্দ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:৫৭

মনপুরা কোস্টগার্ড অভিযান চালিয়ে সোমবার ভোররাতে ২০ মন জাটকা জব্দ করেছে। পরে জব্দকৃত সকল জাটকা ধর্মীয় প্রতিষ্ঠান এতিমখানা, মাদ্রসা, মসজিদ ও গরীব-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে।

জানা যায়, মেঘনায় অবাধে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে প্রতিদিন ট্রলার বা নৌকা দিয়ে ধরা হচ্ছে এসব জাটকা । এছাড়া ঘের জাল বসিয়ে নিধন করা হচ্ছে জাটকা। প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। প্রশাসন একটু নজর দিলে জাটকা ধরা বন্ধ করা যাবে বলে মনে করে সচেতন মহল।

আরও পড়ুন: ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলা, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জাটকা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ড প্রতিদিন মেঘনায় অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে মনপুরা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জুলফিকার হায়দারের নের্তৃত্বে অভিযান চালিয়ে উপজেলা হাজিরহাট ইউনিয়নের চর জংলা খাল সংলগ্ন আনছার চেয়ারম্যান বাড়ির পাশের সদর রাস্তার ওপর বস্তাভরা ২০ মন জাটকা জব্দ করে। পরে জব্দকৃত সকল জাটকা সোনারচর গ্রামে এনে এতিম খানা, মসজিদ, মাদ্রাসা ও এলাকার গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু