শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মদনে ঘুঘু বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:২৫

নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজারে ঘুঘু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শহিদুল্লাহ  (২২)। সে খাগুরিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খাঁচায় ভরে ১০টি ঘুঘু পাখি দেওয়ান বাজারে বিক্রির জন্য নিয়ে আসে শহিদুল্লাহ। তখন এলাকাবাসী পাখিসহ বিক্রেতাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে পাখিগুলো উদ্ধার ও শহিদুল্লাহকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোঃ ওয়ালীউল হাসান সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাখি বিক্রেতা শহিদুল্লাহকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের জেল দেন। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরণের কাজ করবে না বলে সে মুচলেকা দেয়। পরে পাখিগুলো উপজেলা নির্বাহী অফিসার অবমুক্ত করে দেন। 

আরও পড়ুন: মোদির ক্যাম্পেইন করে দেশপ্রেমী, আর জেএনইউতে এসে দেশদ্রোহী দীপিকা!

ইউএনও মোঃ ওয়ালীউল হাসান বলেন, '২০১২ সালের পশুপাখি সংরক্ষণ আইনের ৩৮(২) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে পাখিগুলো খাগুরিয়ার পাতুনিয়ার হাওর ও  বিভিন্ন এলাকা থেকে শিকার করেছে বলে জানায়। পাখিগুলো আমি অবমুক্ত করে দিয়েছি।'

ইত্তেফাক/নূহু