শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শীতে কাঁপছে ফুলবাড়ীর জনপদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১০:২১

উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীর জনপদ শীতে কাপঁছে। ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত অবস্থা উপজেলার ছয়টি ইউনিয়নের কর্মজীবী মানুষের। আজ বুধবার সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্য প্রবাহ কুড়িগ্রামের জনপদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল ঠান্ডা হাওয়ায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমুল মানুষ। সেই সাথে বিপাকে এ অঞ্চলের নারী শ্রমিকরা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাজের সন্ধানে বেড়িয়েছেন একদল নারী শ্রমিক। প্রতিদিনেই বিকেল থেকে সকাল ১১ টা পর্যন্ত ঘনকুয়াশা ও হিমেল ঠান্ডায় উত্তরের জনপদ কাহিল হয়ে পড়েছে। বিশেষ কাজ ছাড়া সকালে বাইরে বের হচ্ছে না অনেকেই।

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আরো কয়েকদিন আবহাওয়া এমন থাকবে। বুধবার সকাল নয়টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

ইত্তেফাক/এএম