শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বারডেম-ঢামেকের চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:১২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরে সিফাত হাসান শাহিন নামের এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে তাকে কারাদণ্ড প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। 

আটক সিফাত হাসান শাহিন ঢাকার কদমতলী দনিয়া এলাকার ১৩৮৯, সওদাগর বাড়ির মো. জজ মিয়ার ছেলে। তিনি তার প্রেসক্রিপশন প্যাড ও ভিজিটিং কার্ডে নামের পাশে এমবিবিএস (ঢাকা), ২৮ তম বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) ও সিসিডি (বারডেম) ছাড়াও নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে উল্লেখ করেন।

জানা গেছে, সিফাত হাসান শাহিন দীর্ঘদিন ধরে চিকিৎসা প্রার্থী সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন সিফাত হাসান শাহিন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে উপজেলা পরিষদ ভবনের সামনে জমিলা ফার্মেসিতে চেম্বার করে রোগীদের প্রতারণামূলক চিকিৎসা দিয়ে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন, অভিযানকালে সিফাত হাসান শাহিন কোনো বৈধ সনদ দেখাতে পারেননি। তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ