বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগঞ্জে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫২

ঠাকুরগাঁও পীরগঞ্জে ব্যাটারি চালিত অটোবাইক থেকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ হুসেন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে পীরগঞ্জে ব্র্যাক অফিসের সামনে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ভারত সীমান্তবর্তী দস্তমপুর গ্রামের সুরুজ আলীর পুত্র হুসেন আলী সীমান্ত থেকে ব্যাটারী চালিত অটোবাইকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ পীরগঞ্জে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ফেন্সিডিলসহ আসার সময় পুলিশ অটোবাইকটির পথ অবরোধ করে। এসময় অটোবাইক রেখে পালিয়ে যায় চালক। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী হুসেন আলীকে আটক করে এবং অটোবাইকটি থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, আটোবাইকটির চালক দৌলতপুর গ্রামের মৃত শের আলীর পুত্র শহিদুল । 

আরও পড়ুন: ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, অটোবাইকটি জব্দ করা হয়েছে। আটক হুসেন আলী ও শহিদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। 

ইত্তেফাক/আরআই