শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহেশখালীতে বন্দুক তৈরির কারিগর গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৯:৫৪

কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয় অস্ত্র তৈরির কারিগর আব্দুর রহিম প্রকাশ মালেককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এক অভিযানে উপজেলার হোয়ানক পানিরছড়া এলাকা থাকে তাকে আটক করা হয়। 

জানা যায়, গোপনে খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ও ওসি (তদন্ত) বাবুল আযাদের নেতৃত্বে পানিরছড়ার পূর্ব পাশে ছরার আগা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, রাইফেলের গুলি, কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম  উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু

এলাকাবাসীরা জানান, মালেক দীর্ঘদিন থেকে গহিন পাহাড়ে অস্ত্র তৈরি করে চিহ্নিত সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল। 

ওসি প্রভাষ চন্দ্র ধর জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহেশখালীকে অবৈধ অস্ত্র মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসি