শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবগঞ্জে আগুনে পুড়লো ৯ গোডাউন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি আমবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি গোডাউন এবং এতে থাকা মালামাল পুড়ে গেছে।  বুধবার ভোর ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার সময় প্রথম কাদিরের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা পাশের আটটি গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনে প্লাস্টিক ক্যারেটসহ রাখা অন্য জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাটের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: রাজশাহী মহানগরীতে বেপরোয়া ছিনতাইকারী চক্র

বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক- ডিএডি সাবের আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  ওই গোডাউনগুলোতে নিম্নমানের বৈদ্যুতিক তার দিয়ে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।  ভোল্টেজ আপ-ডাউনের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেন।

ইত্তেফাক/এসি