শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পাম্প শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:২৭

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক পাম্প শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়া থানার পাশেই অবস্থিত হাজী ওমর আলীর মালিকানাধীন সম্ভার সিএনজি ফিলিং স্টেশনের তিন তলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফায়েজ আলী আকন্দ (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ভুসভুসিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি কাইচাবাড়ী এলাকার ইমরান খানের বাড়িতে ভাড়া থেকে সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, নিহত ফায়েজ আলী ওই সিএনজি ফিলিং স্টেশনে কাজ করেতেন।বিকেলে তিনি তিন তলা ভবনের ছাদে গেলে হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। 

বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পাম্প শ্রমিক ফায়েজ আলীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/কেকে