শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুন্দরগঞ্জে পুলিশের তারা খেয়ে পানিতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৪:১৮

সুন্দরগঞ্জে পুলিশের তারা খেয়ে পানিতে পড়ে ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এলাকাবাসী উত্তর মরুয়াদহ বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।

ওয়াহেদুল ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আজিজল হকের ছেলে।

আরও পড়ুন : গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ

এলাকাবাসী ও মৃত ব্যক্তির স্বজনরা জানায়, শনিবার বিকেলে কিছু সংখ্যক ছেলে উত্তর মরুয়াদহ বিলের পাশে তাস খেলতে থাকে। এসময় খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের ধাওয়া করে। এতে তারা পালিয়ে যায়। এ সময় ভ্যান চালক ওয়াহেদুল বিলে গোসল করতে গেলে সেও ধাওয়ার মুখে পড়ে আতঙ্কিত হয়ে বিলের পানিতে ঝাপ দেয়। পরে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। অবশেষে রবিবার সকালে এলাকাবাসী বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। স্থানীয় চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি সুন্দরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, পানিতে পড়ে মৃত ব্যক্তির দাফনের অনুমতি দেয়া হয়েছে।  

ইত্তেফাক/এমআরএম