শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চান্দিনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:০৬

কুমিল্লার চান্দিনায় মিজানুর রহমান (৩৮) নামে মুরগী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি পেশায় মুরগী ব্যবসায়ী ছিলেন। 

 

নিহতের ভাগ্নে রাসেল জানান, সকালে বরাট বাজারে মিজানুর রহমানের দোকানে মুরগী কিনতে গিয়ে যান সাইতলা গুচ্ছ গ্রামের মৃত মো. আজিজের ছেলে আহাম্মদ আলী (২১)। এ সময় দোকানে থাকা মিজানুরের ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিল। আহাম্মদ আলী মুরগী কেনার পর ফোন করার কথা বলে সুফীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেয়নি। সন্ধ্যা সাতটায় মিজানুর রহমান মাইক্রোবাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সাথে দেখা হয়। মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের বুক-পেট সহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। 

 

পরে স্থানীয় লোকজন তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম