শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লক্ষ্মীপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৪:৫৬

লক্ষ্মীপুরে মেঘনা নদীর মজুচৌধুরীর হাট ও মতির হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব এলাকায় অভিযান চালিয়ে এ সব জাল জব্দ করা হয়।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নির্দেশে মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় জব্দকৃত ১০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।

সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস নদীতে ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। এ সময় জাটকা ইলিশ পরিবহন, বাজারজাত ও মজুদ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

মজুচৌধুরীরহাট ঘাট নৌ-পুলিশের ইনচার্জ অচিন্ত কুমার দে জানান, নদীতে অভিযান চালিয়ে  কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা জাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত জালের বাজার মূল্যে প্রায় ৩০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মেঘনা নদীতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/আরকেজি