শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮

৫ ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল শুরু হ‌য়ে‌ছে। কুয়াশা কে‌টে যাওয়ায় সোমবার সকাল ৯টা থেকে যান চলাচল শুরু হয়। ফলে সেতুর উভয় পাশে সৃষ্ট তীব্র যানজট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এর আগে তীব্র কুয়াশার কারণে সোমবার ভোর ৫টা থেকে সেতু‌তে যানবাহন চলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ সময় সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ১৮ ও সেতুর প‌শ্চিম মহাসড়কের সিরাজগ‌ঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কি‌লোমটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরো পড়ুন : সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে এক পরিবারের ৮ জন দগ্ধ

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক জা‌য়েদ আব্দুল্লাহ বিন স‌রোয়ার জানান, ঘন  কুয়াশার কারণে ৫ ঘণ্টা সেতু‌ দিয়ে যান চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে কুয়াশা কে‌টে গেলে সেতু দি‌য়ে সব ধর‌নের যান চলাচল শুরু হ‌য়। ফ‌লে সেতুর উভয় পাশে সৃষ্ট তীব্র যানজট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেতু দিয়ে প‌রিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে।

 

ইত্তেফাক/আরকেজি