বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলবাড়ী সীমান্ত থেকে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৯

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে নুরনবী মিয়া (৩২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খলিশাকোঠাল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

নুরনবী মিয়া উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। 

বিজিবি ও এলাকাবাসী জানায়, নুরনবী মিয়া দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করছিল। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৩৪ এর পাশ দিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আরো পড়ুন: সমন্বিত ভর্তি পরীক্ষায় আসছে না বুয়েট

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, ‘বিএসএফ এর সাথে আলোচনা করে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। তাকে ফেরত আনার পর সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হবে।’


ইত্তেফাক/এএএম