শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:১৩

বগুড়ার ধুনটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ধুনট থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা দুই শিশুসহ সাতজন যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল। পথিমধ্যে বথুয়াবাড়ি ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার সাত যাত্রীই গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান। 

আরো পড়ুন: জাপানের ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক করোনা প্রতিরোধে কার্যকর: চীন

ধুনট থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এএএম