শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিককে লাঠিপেটা : বরিশালে ৩ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৭:২৩

করোনা সংক্রমন নিয়ে সরকারি প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে আঞ্চলিক পত্রিকার দুই ফটোসাংবাদিককে পেটানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার। তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিল। ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ক্লোজডকৃতরা হলেন নায়েক মহসিন, কনেস্টবল কাওসার হোসেন এবং জাহিদুল ইসলাম।

শুক্রবার বিকেলে নগরীর দপদপিয়া সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মোশারফ হোসেনের সামনে দুইজন ফটো সাংবাদিককে বেধড়ক লাঠিপেঠা করে পুলিশের একাধিক সদস্যরা। আহত সংবাদকর্মীরা একাধিকবার তাদের আইডিকার্ড ও সাথে ক্যামেরা দেখালেও নিস্তার মেলেনি পুলিশের লাঠিপেটা থেকে। আহতরা হলেন, বরিশালের আঞ্চলিক পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও নাছির উদ্দিন। 

হামলার শিকার রাতুল জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন গত শুক্রবার সন্ধ্যায় জনসচেতনতামূলক প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় এলাকায় যান। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছার পর মাস্ক পরিহিত একজন পুলিশ সদস্য তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের আঞ্চলিক দুটি দৈনিকের ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপর ওই পুলিশ সদস্য তাদের বেদম লাঠিপেটা করেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, তার সঙ্গে পুলিশ ছিল। কিন্তু তিনি কাউকে পেটাতে নির্দেশ দেননি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের  বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে।

ইত্তেফাক/ইউবি