মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তাল পদ্মায় আনন্দ স্রোত, সর্বশেষ পিলারের কাজ সম্পন্ন

আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:১৩

পদ্মা সেতুর সর্বশেষ ৪২তম পিলারের কংক্রিটিংয়ের কাজ শেষ হয়েছে। আর মাধ্যমে শেষ হলো ৪২টি পিলারের সবকটির কাজ। সংশোধিত প্রোগ্রাম অনুযায়ী আগামী ৩০ এপ্রিল এ পিলারের কাজ শেষ হবার কথা থাকলেও এক মাস আগেই তা শেষ করলো দেশি-বিদেশি প্রকৌশলীরা।
 
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আলহামদুলিল্লাহ, পদ্মা সেতুর সর্বশেষ ৪২ তম পিয়ার (পি-২৬) এর কংক্রিটিংয়ের কাজ নিজ হাতে দুপুর ১২টায় শুরু করেছিলাম। এমন চ্যালেঞ্জিং কাজ নিজ হাতে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

উল্লেখ্য, পদ্মা সেতুতে এ পর্যন্ত ২৭টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে ৬.১৫ দৈর্ঘ্যরে এই সেতুর ৫ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে। আর মাত্র ১৪টি স্প্যান বসানো হলেই এ সেতুর পুরোপুরি দৃশ্যমান হবে। এ বছর জুন/জুলাইয়ের মধ্যে বাকি স্প্যানগুলো বসানোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। মূল সেতুর পিয়ার সংখ্যা- ৪২টি। মাওয়া ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার- ৪৪টি, জাজিরা ভায়াডাক্টে (সংযোগ সেতু) পিয়ার- ৪৭টি। দ্বিতল এ সেতুটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি।

ইত্তেফাক/এসি