শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী নাবিল গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৬:২৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী নাবিল হায়দারকে বুধবার দুপুরে উপজেলা সড়কের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। নাবিল বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের পুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডার।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো. রাসেলুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার পুলিশ ও ডিবি পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভোলা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ নিখোঁজ!

জেলেদের সরকারি সাহায্যের চাল চুরির অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে নাবিল হায়দার। ক্ষোভ মেটাতে ঐ সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। পরে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদরের রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, সাগর চৌধুরী মঙ্গলবার রাতে নাবিল হায়দারকে ১ নম্বর আসামি এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেন।

ইত্তেফাক/বিএএফ