শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লোকসমাগম নয়, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২৩:৪৩

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীণ হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

তবে লোকসমাগম নয়, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের  সহোযোগিতায় এ ত্রাণ বিতরণ  করা হয়।   

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান।

এসময় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৪ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল,তেল, আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।

ইত্তেফাক/এসআর