শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামুতে নিজেদের তরমুজ ক্ষেতে কৃষক খুন!

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৮:৪৯

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় নিজেদের তরমুজ ক্ষেত থেকে মাহবুব (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে এ ঘটনা ঘটে।

মাহবুব গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামের কৃষক নুর আহমদের ছেলে।   

স্থানীয়রা জানায়,হবুব প্রতিদিনের মত বাড়ির পাশ্ববর্তী তাদের তরমুজের ক্ষেত পাহারা দিচ্ছিল। ক্ষেতে মুমূর্ষু অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারিরা মাহাবুবকে উদ্ধার করে গর্জনিয়া বাজারে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যায়। তাদের ধারনা চোরের দল তরমুজ ক্ষেত হতে তরমুজ চুরি করতে গেলে মাহবুব হয়তো বাঁধা দেয়, এতে তাকে আক্রমণ করলে সে ঘটনাস্থলে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। তা দেখে হয়তো হামলাকারিরা পালিয়ে যায়।   

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রামু থানার ওসি আবুল খায়ের বলেন, নিজেদের ক্ষেতে মুমূর্ষাবস্থায় পাওয়া এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে সে মতে ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম