বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দাউদকান্দি পুলিশের ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৩:৪৫

দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আজ কর্মহীন ও দুস্থদের মাঝে ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থদের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন, হলুদ, মরিচ, সাবান ও আলু বিতরণ করা হয়। দাউদকান্দি মিলিটারী মাঠে প্রত্যেকে ২ মিটার দূরত্বে বসায়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষে আলাদা আলাদা ভাবে তাদেরকে বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই কর্মহীন দুস্থদের একটি তালিকা প্রস্তুত করে সেই মোতাবেক রাতের বেলায় মিলিটারী মাঠে ২ মিটার দূরত্ব বজায় রেখে ছোট ছোট বাঁশের খুঁটি বসায়ে রাখা হয়। আজ কর্মহীন ও দুস্থরা ত্রাণ সামগ্রী নিতে আসলে তাদেরকে প্রতিটি খুঁটির পাশে ২ মিটার দূরত্বে বসায়ে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশের অন্যান্য সদস্যগণ।

আজ  দাউদকান্দি পৌরসভা এবং এই উপজেলার বারপাড়া, সুন্দলপুর, দাউদকান্দি উত্তর, মোহাম্মদপুর, গৌরীপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও মালিগাঁও ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যে সমস্ত দুস্থ পরিবারে ১ থেকে ৪ বছরের শিশু রয়েছে দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে তাদের জন্য বিনা মূলে দুধের ব্যবস্থা করা হবে বলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, থানা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মিয়াজী, শ্রমিকলীগ নেতা মোঃ রকিব উদ্দিন রকিব ও  ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমআরএম