শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফাঁকা রাস্তায় দুর্ঘটনা, বিভিন্ন স্থানে সড়কে নিহত ৭

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৪৬

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। শনিবার ও রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ—

সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাবুল (৩২) নামে এক আরোহী নিহত হয়েছেন। রবিবার উপজেলার কেরানীহাটের উত্তর পার্শে আধার মানিকের দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুন মন্ডল (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। তিনি উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শনিবার বামনগাছা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের তেলবাহী ট্রাক উলটে অজ্ঞাত এক রিকশা চালক (৪৫) নিহত হয়েছেন। রবিবার পাঁচরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: করোনা আতঙ্কে এগিয়ে আসেনি কেউ, চার মেয়ের কাঁধে বাবার লাশ

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে গাড়ি চাপায় মো. সোহেল রানা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পাথাইলকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রেতুবাড়ী গ্রামের বাসিন্দা।

কালাই (জয়পুরহাট) : কালাইয়ে অটোভ্যানের ধাক্কায় আরিফুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার পুনটহাটের আইডিয়াল স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল উপজেলার পাঁচপাইকা গ্রামের মো. সুলতান হোসেনের ছেলে।

স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুত্ সুতার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের সেহাংগল বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লক্ষণকাঠি গ্রামের বিজন সুতারের ছেলে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী : মোহনপুরে ট্রাকের ধাক্কায় রহিমা বেগম (৭৩) নামে এক জন নিহত হয়েছেন। রবিবার রাজশাহী-নওগাঁ মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/বিএএফ