বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চরভদ্রাসনে বিলুপ্তপ্রায় রাসেল ভাইপার, কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত ৩ এপ্রিল ওই কৃষক সাপের কামড়ে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ এপ্রিল) ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবার থেকে বলা হয় বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণী রাসেল ভাইপার প্রজাতীর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

কৃষকের নাম শেখ আইনদ্দিন (৩৫)। তিনি ওই ইউনিয়নের বাঞ্চারাম বিশ্বাসের ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেখ ফেলুর ছেলে। 

মঙ্গলবার পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলি জানান গত, ৩ এপ্রিল ওই যুবক উপজেলার পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের ছমির বেপারী ডাঙ্গী গ্রামে ইরি ধান ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটাচ্ছিলেন।  এসময় তার পায়ে সাপ কামড় দেয়। সাপের গায়ে গোল গোল চক্কর রয়েছে বলে পরিবারের সদস্যদের জানায় ওই যুবক। ধারনা করা হচ্ছে যুবককে বিষাক্ত রাসেল ভাইপার সাপে কামড়িয়েছে। ওই দিন তাকে চিকিৎসা দিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয় এবং তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৬ এপ্রিল সোমবার তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/এসি