শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লালমনিরাহাট জেলাকে লকডাউন ঘোষণা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১১:৫৬

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ তথা লকডাউন ঘোষণা করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বুধবার সকালে চিঠি ইস্যু করে এক আদেশ জারি করেছেন।

আদেশে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানকে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে গণ বিজ্ঞপ্তিতে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো আবু জাফর বলেন, জনস্বার্থে আজ সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরাধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইত্তেফাক/এমআরএম