বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেতুমন্ত্রীকে নিয়ে ইউটিউবে গুজব, যুবক আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অভিযোগে রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। 

আটক রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরো পড়ুন: বরিশাল মেডিক্যাল কলেজে করোনা ল্যাব চালু 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রুহুল আমিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরি করা ইউটিউব চ্যানেল তাজ টিভিতে আপলোড করেন। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে।

তার বিরুদ্ধে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম