শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়পুরহাটে ২৫ জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১২:৪১

জেলা থেকে পাঠানো  ২৫ জনের  পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।    

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জয়পুরহাট জেলা থেকে করোনা সংক্রমণ সন্দেহে  শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত  ২৫  জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। বুধবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে জানানা হয় ২৫ জনের রিপোর্ট নেগেটিভ। পরীক্ষার রিপোর্ট পজেটিভ হলে নিরাপত্তার বিষয় থাকে আলাদা।

এ ব্যাপারে  সিভিল সার্জন ডা: সেলিম মিঞা বলেন, পরীক্ষার রিপোর্ট গুলো জরুরী ভিত্তিতে পাঠানোর  জন্য রাজশাহী বিভাগীয় পরিচালকের সঙ্গে কথা হয়েছে।  জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন ৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৯ জন প্রবাসী। যার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২ জন ও  গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৫ জন।

হোম কোয়ারেন্টাইনে থাকার  মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত ৩০১ জন প্রবাসীকে মুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

ইত্তেফাক/এমআরএম