শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পীরগঞ্জে স্পিকারের পক্ষে ত্রাণ বিতরণ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:৪৫

জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে গত বুধবার (৮ ই এপ্রিল) পীরগঞ্জ উপজেলায় অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে  প্রত্যেক পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

বুধবার  প্রথম পর্যায়ে উপজেলার চৈত্রকোল, ভেন্ডাবাড়ী, কুমেদপুর, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর এবং পাঁচগাছী ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে দ্বিতীয় পর্যায়ে উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। 

আরও পড়ুন: দুই হাজার করোনা আইসোলেশন বেড হবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে; স্বাস্থ্যমন্ত্রী

এসময় স্পিকার এক বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা/বিধবা নারী এবং বৃহন্নলা সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে সকলকে বাড়িতে থাকতে হবে।

ইত্তেফাক/এসি