মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভাইরাসে আক্রান্ত পোশাক শ্রমিক

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২২:০৭

নারায়ণগঞ্জ থেকে নীলফামারীর সৈয়দপুরে যাওয়া পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পঞ্চম ধাপে পরীক্ষা করা ৮৯টি নমুনার মধ্যে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

করোনায় সংক্রমিত হওয়া পোশাক  শ্রমিক ওই যুবকের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ৮৯টি নমুনা নিয়ে সকাল ১০টা থেকে পঞ্চম দফায় পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে একটি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। রিপোর্ট ইতোমধ্যে আইইডিসিআরে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, ওই যুবক একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। কিছুদিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসেন। জ্বর ও সর্দি কাশি হওয়ায় গত বুধবার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। 

ইত্তেফাক/জেডএইচ