শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইন্দুরকানী‌তে জনসমাগম রোধে স্কুল মা‌ঠে সাপ্তা‌হিক বাজার

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৩:০৫

ইন্দুরকানী‌তে সাপ্তা‌হিক বাজারে জনসমাগম রোধ কর‌তে বিকল্প পদ্ধ‌তি গ্রহণ ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন।

আজ শুক্রবার সকাল থে‌কে পূর্ব নির্ধা‌রিত স্থা‌নে এসে পসরা সা‌জি‌য়ে ব‌সে‌ছেন বি‌ক্রেতারা। দূরত্ব বজায় রে‌খে চল‌ছে বেচা কেনা।

 উপ‌জেলার প্রাণ কেন্দ্র ইন্দুরকানী বাজারটি‌তে বি‌ভিন্ন এলাকা থে‌কে আগত লোকজন বাজার ক‌রে থা‌কেন। তাই ভিড় এড়া‌তে বাজা‌রের ম‌ধ্যে অবস্থিত ইন্দুরকানী মে‌হেউদ্দিন ম‌ডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাট জ‌মে‌ছে।

ইন্দুরকানী বাজার ব‌ণিক সমি‌তির সভাপ‌তি আব্দুল ওয়াহাব জানান, উপ‌জেলা নির্বাহী অফিসার নি‌র্দে‌শে আমরা সাপ্তা‌হিক বাজার‌টি মূল বাজার থে‌কে একটু স‌রি‌য়ে স্কুল মাঠে এনেছে।

ইন্দুরকানী বাজার ব‌ণিক সমি‌তির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন,নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় কর‌তে এ বাজার‌টি‌তে ক্রেতা সাধারণের ভিড় লে‌গেই  থাকে। তাই জনসমাগম রো‌ধে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। ক‌রোনা ভাইরাস থে‌কে ইন্দুরকানী‌কে রক্ষা কর‌তে যে কোন পদ‌ক্ষেপ নি‌তে আমরা প্রস্তুত।

এ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী অফি সার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ ব‌লেন, ক‌রোনা প্রতিরোধে ইন্দুরকানী‌তে আমরা নানা ধর‌নের পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছি। ভিড় এড়া‌তে ইন্দুরকানীর সাপ্তা‌হিক বাজার স্থানান্তর ক‌রে ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। যা‌তে ভিড় না জ‌মে সে জন্য লোক রাখা হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/এমআরএম