শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নওগাঁ-৫ : আব্দুল জলিল ছেলে নিজাম উদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৮

নওগাঁ-৫ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন। 

 

৯৮টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ছাপান্ন হাজার আটশ ছিয়াত্তর। জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন তিরাশি হাজার সাতশ উনষাট। আসনটিতে প্রায় চুয়াত্তর হাজার একশ পনেরো ভোটের ব্যাপক ব্যবধানে নৌকা জয়ী হয়েছে। 

আরো পড়ুন : নওগাঁ-৪ : আওলীগ প্রার্থী ইমাজ উদ্দীন প্রামানিক বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি