শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুসল্লিদের হাত ঘুরে পেঁপেটির মূল্য দাঁড়ালো ১ লাখ ৬৯ হাজার টাকা

আপডেট : ২২ মে ২০২০, ১৬:২৮

মাধবপুরে একটি পেঁপে বিক্রি হলো এক লাখ ৬৯ হাজার টাকায়। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও জামে মসজিদের গাছের এ পেঁপেটি পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নিলাম করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,  ওই গ্রামের আব্দুস সত্তার নামে এক ব্যক্তি প্রথমে তিন হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন। তারপর আশরাফ মিয়া ১০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন । এরপর আমির মেম্বার আট হাজার টাকায় ,শহীদ মিয়া ৭০ হাজার  টাকায় কিনে আবার মসজিদে দান করে দেন। এভাবে পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে নিয়ে মসজিদে দান করে দিতে থাকেন। এভাবে পেঁপেটির মূল্য দাঁড়ায় এক লাখ ৬২ হাজার টাকা। 

আরও পড়ুন: মনিরামপুরে আম্ফানের তাণ্ডবে ৬ জনের মৃত্যু, থমকে গেছে জনজীবন

পরদিন ইফতারের সময় আবারও সাত হাজার টাকায় পেঁপেটি বিক্রি হয়। শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য দাঁড়ায়  এক লাখ ৬৯ হাজার টাকা। 

বনগাঁও গ্রামের  আশরাফ মিয়া জানান,  পেঁপে বিক্রর পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হবে।

ইত্তেফাকএসি