শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আম্ফান পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন

আপডেট : ২৩ মে ২০২০, ০৪:৪৮

সুপার সাইক্লোন আম্ফান পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সার্বিক ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহায়তা কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দিক-নির্দেশনায় আগে থেকেই সেনাবাহিনী ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম, ত্রাণ তত্পরতা ও চিকিৎসাসেবা প্রদানে যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছিল। বর্তমানে তারা ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোতে বেসামরিক প্রশাসনের সঙ্গে পরিদর্শন করে যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।

এরই মধ্যে দুর্যোগ মোকাবিলার জন্য যশোর সেনানিবাসের দুর্যোগ ব্যবস্থাপনা দল ও মেডিক্যাল টিম যশোর অঞ্চলের ১০ জেলায় স্বল্প সময়ের মধ্যে মোতায়েন করা হয়েছে। জেলা ১০টি হচ্ছে— যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও রাজবাড়ি। এসব জেলায় সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় চিকিত্সাসহায়তা প্রদানের পাশাপাশি বিধ্বস্ত বসতবাড়ি, মসজিদ এবং অন্যান্য স্থাপনা পুনঃনির্মাণে সাধারণ মানুষদের সহায়তা করছে। এছাড়া, ঘূর্ণিঝড়কবলিত বিভিন্ন এলাকায় খাদ্যসহায়তা হিসেবে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত ত্রাণসামগ্রী অসহায় দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে।

ইত্তেফাক/কেকে