শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাল দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ

আপডেট : ২৩ মে ২০২০, ১৬:৪২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী কাল রবিবার দক্ষিণ চট্টগ্রামে শাহ-সুফি মমতাজিয়া দরবার ও মির্জাখীল দরবারের প্রায় ৬০ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করবেন। 

জানা যায়, প্রতি বছরের মমতাজিয়া দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন। 

আরও পড়ুন:  এক বছরেও জ্ঞান ফেরেনি সেই মুন্নীর

রবিবার সকাল ৯টায় চন্দনাইশস্থ কাঞ্চননগর শাহ সুফি জাহাঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ময়দানে সামাজিক দুরত্ব বজায় রেখে শাহ সুফি আলহাজ্ব মওলানা মোহাম্মদ আলী শাহ’র (ম.জ.আ) ইমামতিতে প্রধান ঈদের জামায়ত অনুষ্ঠিত হবে বলে দরবারের সাহেবজাদা  মওলানা মতি মিয়া মনসুর জানিয়েছেন।

ইত্তেফাক/এসি