বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে ট্রাকচাপায় ২ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৩ মে ২০২০, ২৩:১৮

রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের চাপায় কুয়েট পড়ুয়াসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তারাগঞ্জ উপজেলার বারাতি ব্রিজ সংলগ্ন ইকরচালির তের মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ইকরচালি ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর মন্ডলপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে হেলাল মিয়া (১২) এবং একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।

আরও পড়ুনঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে

স্থানীয়রা জানান, ওই দু'জন বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বারাতি ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুর থেকে দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল ও শরিফুলের মারা যান। শরিফুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সাইন্স বিভাগের শেষ বর্ষের এবং হেলাল স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

তারাগঞ্জ বালাপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করাসহ মালবাহী ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।


ইত্তেফাক/এমএএম