শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৫ মে ২০২০, ১৪:৪১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৮ প্রাপ্ত বয়স্ক নারী ও ২ জন মেয়ে শিশু।  এ নিয়ে সোনারগাঁওয়ে ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ঈদের দিন সোমবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১৮ জনের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী ও শিশু রয়েছে।

উপজেলায় এ নিয়ে সোনারগাঁওয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১৫৯ জন, সুস্থ হয়েছেন ৫৫ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করছেন ৪ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ১৫৯ জনের করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৫৫ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/এমআরএম