শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের দিনেও আম্ফানে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাসের সদস্যরা

আপডেট : ২৫ মে ২০২০, ২০:২৮

আজ ঈদের দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা করোনা এবং ঘূর্ণিঝড় আম্ফানে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় তাদের সবধরনের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সেনাসদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ কর্মসূচির পাশাপাশি মেডিক্যাল টিমের মাধ্যমে দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসেবা,পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন, বাঁধ সংস্কার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের চালিয়ে যাচ্ছে।

এছাড়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ তারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নতমানের খাবার বিতরণ করেন। 

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী

অন্যদিকে করোনা মোকাবেলায়ও সেনাসদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল এবং বিভিন্ন জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঈদকে ঘিরে যখন করোনার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের মাঝে নাড়ির টানে বাড়ি ফেরার হিড়িক পড়েছে, তখন অসহায় উপকূলবাসীর সহায় হয়ে নিজেদের ঈদ আনন্দ উপেক্ষা করেই মাঠে সক্রিয় রয়েছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এ যেন সেবাতেই একরকমের ঈদ আনন্দের পূর্ণতা। 
 
ইত্তেফাক/এমএএম