বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় করানো উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২০, ০১:২৩

ভোলা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে হাবিবুর রহমান (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তার বাড়ি ভোলা শহরের  ওয়াস্টার্ন পাড়ায়।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

আরো পড়ুন : করোনা জয় করলেন ১১১৯ পুলিশ সদস্য 

এদিকে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন। তাকে নিয়ম মেনে দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


ইত্তেফাক/ইউবি